নিরুপায় মধ্যবিত্ত!

রেজাউর রহমান চৌধুরীঃ বিশ্ব জুড়ে মহামারির হানা শুধু মানুষকে ঘরে রাখেনি, রেখেছে ক্ষুদ্রার্থ ও অসহায় করে। সমাজে বসবাসের মধ্যে আমরা সৃষ্টি করেছি শ্রেণী বিভাগ এদের মধ্যে টাকা ওয়ালারা সবার উপরে। যেমনঃ উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্মবিত্ত এই ভাগাভাগি কেউ করেনি করেছে অর্থ-সম্পদ নামের কিছু ক্ষুদ্র বস্তু।

এর মধ্যে সব থেকে বেশি বিপদে পড়ছেন মধ্যবিত্ত ও নিম্মবিত্তরা। মহা দুর্যোগে ত্রাণ সামগ্রী পেলেও সেটা যথেষ্ট নয়। তাই বাধ্য হয়ে অনেক মানুষ বের হয়ে যাচ্ছেন কাজের খোঁজে। কারণ তারা মনে করেন করোনা থেকে না খেয়ে মারা যাবেন তারা। তাই জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের জন্য বের হতে হয় তাদের।

ভয়াবহ এই সময়ে জীবন না খাদ্য এটাই বড় চ্যালেঞ্জ সবার কাছে। প্রতিদিন আক্রান্ত মৃত্যু সংখ্যার বাড়লেও ক্ষুধার কাছে যেন মৃত্যুও কিছু। আমাদের রাগ হয় মানুষ কেন বের হয়। আমরা কি ভাবি?

যদি আমাদের একদিন না খেয়ে থাকতে হতো?

যদি আমার পছন্দের খাবার রান্না না হতো?

আমরা ভাবি, আমার সাথে তো হয়নি, আমি তো  খেয়ে নেই, আমার তো সমস্যা নেই। আজ থেকে অন্যের জন্য ভাবুন, অন্যের জন্য কিছু করুণ মনে আনন্দ পাবেন।

করোনা’র এই দুর্যোগ হাজারো মানুষ এভাবেই দিন কাটাচ্ছেন যদি একটূ খোজ নেই তাহলে হয়তো আমরা তাদের পাশে থাকতে পারবো।