
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : প্রতীক বরাদ্দের পর গণসংযোগ, প্রচার ও প্রচারণায় প্রার্থীরা নির্বাচনী এলাকার মাঠ চষে বেড়াচ্ছেন।
নির্বাচনে অংশ নেওয়া দুই প্রধান রাজনৈতিক দলের দুই প্রার্থী মঙ্গলবার সকাল থেকে গণসংযোগ শুরু করে নানারকম প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন।
এ ছাড়া সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড এলাকায় নির্বাচনী মিছিল শ্লোগানে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।
‘নয় শংকা নয় ভয় শহর হবে শান্তিময়’ এই শ্লোগান নিয়ে প্রচারে নেমে মেয়র প্রার্থী আইভী বলেন, বিগত সময় সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে থেকে মানুষের পাশে দাঁড়িয়েছি। এবারও একইভাবে কাজ করব।
আগের বারের উন্নয়নের প্রতিশ্রুতির কথা বলতে গিয়ে আইভী বলেন, রাস্তা-ঘাট ড্রেনের কাজ হয়েছে। এখন প্রতিটি ওয়ার্ডে জলাশয় সংরক্ষণ করে পুকুরের পাশে হাঁটার রাস্তা ও বাচ্চাদের খেলার মাঠ নির্মাণ করব। সিটি করপোরেশনের যেসব সেবা আছে তা ডিজিটালাইজ করব। যেন মানুষ ঘরে বসেই এ সেবা পেতে পারে।
এদিকে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট শাখাওয়াৎ হোসেন বলেছেন, সিটি নির্বাচন নিয়ে মানুষের মাঝে পরিবর্তনের সুর পরিলক্ষিত হচ্ছে। তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরীর নিশ্চয়তা চাইছে, যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। মানুষ বিএনপিকে ভোট দিতে প্রহর গুণছে।
নির্বাচনী প্রতিশ্রুতির কথা বলতে গিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জে আধুনিক বিশ্ববিদ্যালয়, ওভারব্রিজ ও হাসপাতাল গড়া হবে।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী আজ সকালে ৮নং ওয়ার্ডের ঢাকেশ্বরী, গোদনাইল, তাঁতখানা, ধনকন্ডা ও আইলপাড়া এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।
অপরদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসেন খান আজ সকালে নগরীর ১৫নং ওয়ার্ডের মন্ডলপাড়া, নিমতাল নিতাইগঞ্জ এলাকায় গণসংযোগ করেন। এ সময় দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফজলুল হক মিলন, খায়রুল কবীর খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও আব্দুল আইয়াল মিন্টু উপস্থিত ছিলেন।