নির্বাচনের জন্য জাতীয় ঐক্য খুবই কঠিন

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচনের জন্য জাতীয় ঐক্য খুবই কঠিন। তবুও দেশ নির্বাচনের জন্য প্রস্তুত হয়, জনগণ ভোট দেয়, জনগণের ভোটেই সরকার নির্বাচিত হয়।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে `ইলেকশন ওয়ার্কিং গ্রুপ` আয়োজিত গোলটেবিলে আলোচনায় তিনি এসব কথা বলেন।

আলোচনায় দেশে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে হলে সংবিধান সংশোধন করে নির্বাচন কমিশন আইন প্রণয়ন এবং ওই আইনের পদ্ধতিগত প্রক্রিয়ার মাধ্যমে নিরপেক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)।

৯১ সালের নির্বাচনের বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘তখন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হয়েছিল। তখনকার নিবাচন গ্রহণযোগ্য নির্বাচন ছিল। তবুও জাতীয় পার্টিকে আমরা ঐক্যমতে আনতে পারিনি। তারা ওই নির্বাচনে ৩৫টি আসন পেয়েছিল। সুতরাং জাতীয় ঐক্য করা খুব কঠিন।’

তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্র পেছনে যাচ্ছে না বরং সামনে এগিয়ে যাচ্ছে।’

তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘দেশে সামরিক বাহিনীর সহায়তা নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিলাম। কিন্তু সেই সরকারের কি কোনো গ্রহণযোগ্যতা ছিল? সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করা সম্ভব নয়।’

নির্বাচন কমিশন আইন প্রণয়নের বিষয়ে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘এটা ভালো প্রস্তাব। সাধুবাদ জানাই। আমাদের একটি সংসদ রয়েছে, সেখানে নির্বাচন কমিশন আইন বিষয়ে আলাপ আলোচনা হবে।’

বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজীবী ড. শাহদীন মালিক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, প্রাক্তন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, তত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা হাফিজ উদ্দিন আহম্মেদ প্রমুখ।