নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এলাকার অলিগলিতে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা।

রোববার নির্বাচনী প্রচারে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আইভী দেউলিয়া হয়ে গেছেন বলে মন্তব্য করেন। আর আইভী বলেছেন সাখাওয়াত বিএনপির ভাড়াটে প্রার্থী।

এদিন সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডে গণসংযোগ করার সময় আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, সাখাওয়াত বিএনপির প্রার্থী হলেও বিএনপির লোক নন তিনি। বিএনপির ভাড়াটে প্রার্থী হিসেবে ভোটের মাঠে নেমেছেন সাখাওয়াত।

তিনি বলেন, নৌকার জয় নিশ্চিত করতে আওয়ামী লীগ ও বিএনপি এক হয়ে মাঠে নেমেছে। তাই এখানে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। গতবার নারায়ণগঞ্জের মানুষ দলমতের ঊর্ধ্বে এসে আমাকে জয়ী করেছে। আমিও মানুষের দাবি মাথায় রেখে দলমতের ঊর্ধ্বে ওঠে উন্নয়নের কাজ করেছি। তাই জনগণই আমার ভরসা। তারা আমার পক্ষে রায় দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করবে।

শামীম ওসমান নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, শামীম ওসমান নির্বাচনে প্রভাব সৃষ্টি করবেন- বিএনপির এমন আশঙ্কার কোনো যৌক্তিকতা নেই।

এ সময় আইভী বিএনপি প্রার্থীকে জনগণের ওপর ভরসা রাখার আহ্বান জানিয়েছেন।

এদিকে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান ১৮ নং ওয়ার্ডে গণসংযোগের সময় বলেছেন, সরকারের দলীয় প্রার্থীর কথা চিন্তা করেই নির্বাচন কমিশন সেনাবাহিনী না নামানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ নির্বাচনে সেনাবাহিনী দরকার ছিল। শামীম ওসমান নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে। এ কারণে নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আইভীর পোস্টার ছিঁড়ে ফেলার বিষয়ে প্রশ্ন করা হলে সাখাওয়াত বলেন, আমি এ ধরনে ব্যক্তি নই। আইভী এ ধরনের বক্তব্য দিচ্ছেন কারণ আইভী দেউলিয়া হয়ে গেছেন।

নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। সকাল থেকেই প্রচারে নামেন আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী এবং বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডের বন্দর কুড়িপাড়া, ফুলহরসহ কয়েকটি এলাকায় গণসংযোগ করেছেন।

অন্যদিকে সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের শীতলক্ষ্যা, নিতাইগঞ্জ, তামাকপট্টি, শহীদ নগর এলাকায় গণসংযোগ করেন বিএনপি দলীয় মেয়র প্রার্থী সাখাওয়াত।