
নোয়াখালী প্রতিনিধি : আগামী নির্বাচনে বিএনপি অংশ নিলে দেশে জঙ্গি কার্যক্রম কমে যাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘নিজেদের দলীয় সংকট ও রাজনৈতিক ব্যর্থতা ভুলে তারা যদি এখন থেকেই আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করে, তাহলে দেশে বিচ্ছিন্নভাবে চলমান যেসব জঙ্গি কর্মকাণ্ড রয়েছে, তা অনেকাংশে কমে যাবে।’
শুক্রবার দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে একটি মসজিদের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই। বিরোধী রাজনৈতিক দলগুলোর নিজস্ব সংকট ও ব্যর্থতার কারণে জঙ্গিবাদের উত্থান। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের সকল রাজনৈতিক শক্তি ভেদাভেদ ভুলে নির্বাচনে অংশ নিলে জঙ্গিবাদেরও পতন হবে।’
মন্ত্রী আরো বলেন, দেশে ২১ হাজার কোটি টাকা ব্যয়ে সরকারিভাবে ৬৪ জেলায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।