নির্বাচন পরবর্তী সহিংসতায় কেনিয়ায় কমপক্ষে পাঁচজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। বুধবার বিরোধী দলীয় নেতা নির্বাচনে জালিয়াতি হয়েছে দাবি করে ফল প্রত্যাখ্যান করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

নগর পুলিশ প্রধান জাপেথ কুমি জানিয়েছেন, বুধবার রাজধানীতে গুলিতে দুজন নিহত হয়েছে। এরা বিক্ষোভের সুযোগ নিয়ে চুরির চেষ্টা করছিল বলে দাবি করেছেন তিনি।

নাইরোবি থেকে ৩০০ কিলোমিটার পশ্চিমে কিসি জেলার সাউথ মুগিরাঙ্গোতে বুধবার সকালে গুলিতে আরো এক ব্যক্তি নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে তিনি নিহত হন বলে জানিয়েছেন আঞ্চলি পুলিশের কমান্ডার লিওনার্দো কাতানা।

দক্ষিণ-পূর্বের টানা নদী অঞ্চলের একটি ভোট গণনা কেন্দ্রে পাঁচ সশস্ত্র ব্যক্তি ছুরি নিয়ে এক ব্যক্তির ওপর হামলা চালালেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

আঞ্চলিক পুলিশ প্রধান ল্যারি কিয়েং বলেছেন, ‘আমাদের পুলিশ এদের মধ্যে দুজনকে গুলি করে হত্যা করেছে এবং আমরা পলাতক অন্যদের খুঁজছি। এটা রাজনৈতিক নাকি অপরাধমূলক হত্যাকাণ্ড সে বিষয়টি আমরা এখনো জানি না। তবে আমরা এ বিষয়ে তদন্ত করছি এবং এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।