নির্বাচন ২০১৭ উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাব

ক্রাইম পেট্রোল বিডির প্রতিবেদকঃ উত্তরা সেন্ট্রাল প্রেস ক্লাবের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুয়েল কবির পরিষদ ও মাসুদ জীবন পরিষদ। এই নির্বাচনে বহুল আলোচিত সাংবাদিকদের বরপুত্র সাবেক সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক নেতা শেখ মনিরুজ্জামান জুয়েল, আসছে ২৫ শে ফের্রুয়ারী নির্বাচনে জয়লাভ করতে পারবেন কি নাকি প্রতিহিংসার জিগাংসার কালো থাবায় সমস্ত কিছু কি নস্যাৎ হয়ে যাবে? আমাদের বিশেষ প্রতিবেদক প্রান্ত পথিক খুঁজে ফিরছেন উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবে সকল ভোটারদের দ্বারে দ্বারে। ভোটাররা কেউ কেউ জানাচ্ছেন এবার দক্ষিণ দরজা বন্ধ করে উত্তর দরজা খুলে দিব। আবার কেউ কেউ বলছেন বসন্তের হাওয়া দক্ষিণ দরজা দিয়ে ঢুকবে কাজেই দক্ষিণ দরজায় খুলা থাক। প্রান্ত পথিক বলেন, ‘প্রত্যক্ষ দর্শী ও উত্তরার সাংবাদিক সমাজ মনে করেন ঋতুর পরিবর্তন হওয়া বৈচিত্রময় ছাড়া কিছুই নয়। ভাবুক লোকেরা প্রত্যাশার প্রহর গুনছে সকল অবসনের জোট খুলবে ২০১৭, ২৫ শে ফের্রুয়ারী রোজ শনিবার পড়ন্ত বিকালে’ ।