আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে গত ছয় সপ্তাহে রোহিঙ্গা মুসলমানদের ১ হাজার ২০০ এর বেশি ঘর সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য জানিয়েছে। রোববার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি স্যাটেলাইট থেকে পাওয়া রোহিঙ্গাদের ৮২০টি বিধ্বস্ত অবকাঠামো ছবি প্রকাশ করেছে। এই বাড়িগুলো ১০ থেকে ১৮ নভেম্বর ধ্বংস করা হয়েছে।
দেশটির সেনাবাহিনী দাবি করছে, রাখাইনে বিদ্রোহীদের বিরুদ্ধে তারা নিরাপত্তা অভিযান চালাচ্ছে। তবে বাড়িঘর ধংসের তথ্য সরকার ও সেনাবাহিনী অস্বীকার করেছে। উল্টো দাবি করা হচ্ছে, আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের জন্য রোহিঙ্গারা নিজেরাই তাদের বাড়িঘরে আগুন দিয়েছে।
এর আগে ১৩ নভেম্বর হিউম্যান রাইটস ওয়াচ স্যাটেলাইট থেকে পাওয়া তিনটি গ্রামের ৪৩০টি ভবন ধ্বংসের ছবি প্রকাশ করেছিল।
প্রসঙ্গত, গত মাসে রাখাইন রাজ্যের মংড়ুতে পুলিশের ওপর হামলাকে কেন্দ্র করে বিদ্রোহীদের দম অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। অভিযান চলাকালে সেনাবাহিনী কয়েকটি গ্রামে ব্যাপক তাণ্ডব চালায়। এমনকি হেলিকপ্টার গানশিপ থেকে গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সহিংসতায় রাজ্যটিতে ১৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন । সেনাবাহিনীর তাণ্ডব থেকে বাঁচতে গত সপ্তাহে বাংলাদেশ সীমান্তের দিকে ছুটতে শুরু করেন হাজার হাজার রোহিঙ্গা।