নির্মম প্রতিকুলতার এক বছর পার করলেন অর্জুন

বলিউড অভিনেতা অর্জুন কাপুর নিজেকে সবসময় ফিট রাখতে পছন্দ করেন, শরীরচর্চা করা তার কাছে নেশার মত। এক বছর আগে করোনা পজেটিভ হয়েছিলেন এ অভিনেতা। নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে এ খবর জানান দিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। শেয়ার করেছিলেন তার তখনকার কঠিন দিনের কথা।

কিন্তু করোনার পরে ফিটনেস রুটিনে অনেক বদল এসেছে বলে জানিয়েছেন অর্জুন। সুষম খাদ্য গ্রহণ আর বিশ্রামের মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়েছেন অর্জুন। প্রতিদিন ফিটনেস ট্র্যাকে আগের মতোই ফেরার চেষ্টা করেছেন।

প্রতিদিন ধৈর্য্য ধরে অপেক্ষা করেছেন এবং অনলাইন ট্রেনিং সেশনে প্রফেশনের সাহায্য নিয়েছেন। এখন তিনি নিজে যে পরিস্থিতিতে আছেন, তাতে তিনি খুশি বলে জানিয়েছেন অর্জুন।

ছোটবেলায় অর্জুনের ওজন অনেকটাই বেশি ছিল। বলিউড ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করার পরও ওজন বেশির দিকেই। তার জন্য পরোক্ষ কটাক্ষও শুনতে হয়েছিল। কিন্তু এবার ওয়ার্কআউটের মাধ্যমে নিজের ওজন কমিয়ে ফেলেছেন। সদ্য নিজের ওজন কমানোর বিষয় নিয়ে মুখ খুলেছেন অর্জুন।

তিনি বলেন, শারীরিক কিছু সমস্যার জন্য ওজন কমানো সম্ভব হচ্ছিল না। অনেকেই হয়তো জানেন না, দীর্ঘদিন ধরে ওবেসিটিতে ভুগছিলাম। ওজন কমানো সহজ ছিল না। কিন্তু না জেনে সমালোচনা করেন অনেকেই। দর্শক অভিনেতার এক রকম চেহারা দেখতেই পছন্দ করেন। তবে যারা আমাকে বিশ্বাস করেন তাদের কাছে এবং নিজের কাছে নিজেকে প্রমাণ করতে পেরেছি, এটাই অনেক।

অর্জুন আরও জানান, তিনি ফিট থাকতে চেয়েছিলেন। অন্য কেউ যেটা একমাসে করে ফেলবেন, শারীরিক সমস্যার জন্য তার হয়তো সেই একই কাজ করতে দুই মাস সময় লাগে। আমি এটা বিশ্বাস করতে শিখেছি, কিছুই অসম্ভব নয়। আর বডি শেমিং তো এখন সংস্কৃতির অঙ্গ। শুধু আশা করতে পারি, আরও ভাল সমাজ আমরা তৈরি করতে পারব।

একজন অভিনেতার উপর প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার চাপ থাকে বলে জানিয়েছেন অর্জুন। যার প্রভাব পড়ে শরীরেও। তিনি বলেন, যখন আমার ছবি আমি যতটা ভেবেছিলাম, ততটা সাফল্য পাচ্ছিল না, নেগেটিভিটি আমাকে ঘিরে ধরেছিল। তার প্রভাবেও শরীর খারাপ হয়েছিল। তখন প্রতিটি দিন গুণতাম।

অর্জুন মনে করেন, তার এখনকার চেহারা, কম ওজন যদি দর্শকের ভাল লাগে, তার নিজের যদি ভাল লাগে, তিনি মেনে চলার চেষ্টা করবেন। লকডাউন তাকে নিজেকে চিনতে সাহায্য করেছে। অনেক রকম পজিটিভ জিনিস নিয়ে পড়াশোনা করেছেন। সবথেকে বড় কথা যারা তাকে ভালবাসেন, যারা তার যে জায়গাটা প্রাপ্য, তা তাকে বিশ্বাস করতে শিখিয়েছেন, তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবেন বলে জানান অভিনেতা।