নির্মাণ শ্রমিকের মৃত্যুর ৪ দিন পার হলেও হয়নি মামলা

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ চৌরাস্তায় গ্রীন প্যারাডাইস বিন্ডিং এর ৬ তলা হতে নির্মাণ শ্রমিক আলাউদ্দিন (২০) নিচে পড়ে যাওয়ার সময় জাহানারা (৪০) এর গায়ে পড়লে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে গত ২৬ জানুয়ারী বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২.৩০ টায়।

নিহত জাহানারার ভাই নজরুল জানান, জাহানারার গ্রামের বাড়ি ময়মনসিং জেলার গফরগাঁও থানার দীঘা গ্রামে। জাহানারার দুই ছেলেও দুই মেয়ে। মায়ের অকাল মৃত্যুতে দিশাহারা সন্তানেরা।

ক্রাইম পেট্রোল বিডির সংবাদদাতা এ.আর. কল্লল শরিফ দক্ষিণখান থানার ওসি অপারেশন এর নিকট থেকে মুঠোফোনে জানতে পারে এখনও এই বিষয়ে কোন মামলা হয়নি।

জাহানারার মৃত্যুর ৪ দিন পেরিয়ে গেলেও কোন মামলা না হওয়ায় হতাশ এলাকাবাসি।