
আল-আমিন, নীলফামারী: বৃহস্পতিবার সকালে শহরের শাখামাছা বাজারস্থ একটি নির্মানাধীন ভবন থেকে ময়নুল ইসলাম (২৮) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। জানা গেছে, হোটেল থেকে রাতের খাবার শেষে অসুস্থবোধ করায় ওই শ্রমিক বিল্ডিংয়ের দোতলায় বিশ্রাম নিতে যায়। এদিকে গতকাল সকালে বিল্ডিং এর সিরিরুমের কাছে একটি ছোট গর্তে তার লাশ পাওয়া যায়।
স্থানীয়দের ধারণা ময়নুল সিরিবেয়ে দোতলায় ওঠার সময় পড়ে যায়। সে মৃর্গী রোগী ছিল বলেও ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। নির্মানাধীন ওই ভবনের মালিক একই এলাকার ডাঃ রুহুল আমিন দুলু বলে জানা গেছে।