নিজস্ব প্রতিবেদক : নিশ্ছিদ্র নিরাপত্তার কারণে পূজামণ্ডপে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটছে বলে মনে করছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
তিনি বলেন, ‘পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশি নিরাপত্তার কারণে পূজামণ্ডপে প্রতিদিন বিপুল সংখ্যক পূজারীর সমাগম ঘটছে।’
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে, সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর এবং সতর্ক অবস্থানে আছে বলে জানান তিনি।
সোমবার রাতে রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনশেষে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, প্রতিমা বিসর্জন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। আনন্দমুখর পরিবেশে আপনারা ধর্মীয় উৎসব পালন করুন। সব ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে, তার নিশ্চয়তা বিধান করা সরকারের অঙ্গীকার। বাংলাদেশ পুলিশ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
পূজা উদযাপন পরিষদের নেতাদের গৃহীত নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন তিনি।
পরে পুলিশ প্রধান রাজধানীর শাখারী বাজার, তাঁতীবাজার, বাংলাবাজার এবং র্যাংকিন স্ট্রিটসহ বিভিন্ন এলাকার ১৬টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।