নিষেধাজ্ঞার কারণে সাউদাম্পটনের বিপক্ষে কোচের ডাগআউটে থাকতে পারেননি আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার।
তবে ডাগআউট থেকে কোচের নির্দেশনা না পেলেও জ্বলে উঠার জন্য অনুপ্রেরণার কমতি ছিল না আর্সোনাল খেলোয়াড়দের। এফএ কাপের ম্যাচে সাউদাম্পটনের মাঠেই তাদের ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে গানাররা। আর্সেনালের এ বড় জয়ে গোলের হ্যাটট্রিক করেন থিও ওয়ালকট।এছাড়া জোড়া গোল করেন দীর্ঘদিন পর আর্সেনালের একাদশে ফেরা ড্যানি ওয়েলব্যাক।
সাউদাম্পটনের মাঠ স্টা ম্যারি স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটেই আর্সেনালকে এগিয়ে দেন ড্যানি ওয়েলব্যাক। এরপর ম্যাচের ২২ মিনিটেই নিজের দ্বিতীয় গোলে দলকে ২-০ গোলে এগিয়ে দেন ওয়েলব্যাক। বিশ্রামে যাওয়ার আগে ম্যাচের ৩৫ মিনিটে দলের হয়ে গোল করেন ওয়ালকট। ফলে প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে যায় আর্সেনাল।
বিশ্রাম শেষে মাঠে ফিরেও চলতে থাকে আর্সেনাল খেলোয়াড়দের আক্রমনের ধারা। ফলে ৬৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলে আর্সেনালকে ৪-০ গোলে এগিয়ে দেন ওয়ালকট। আর ম্যাচের ৮৪ মিনিটে নিজের হ্যাটট্রিক গোলটি তুলে নেন ওয়ালকট। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ৫-০ ব্যবধানের জয় নিয়ে মাঠে ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের প্রশিক্ষিত দলটি।