ভোলা প্রতিনিধি : সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে আজ বুধবার দুপুরে ১১ জেলেকে কোস্ট গার্ড সদস্যরা আটক করেছেন। এ সময় তাদের কাছ থেকে ট্রলার, জাল ও মাছ জব্দ করা হয়েছে।
ইলিশের প্রধান মৌসুম হিসেবে মা ইলিশ মাছ রক্ষায় এ বছর ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন মেঘনা ও তেঁতুলিয়াসহ সাগর মোহনায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের নেতৃত্বে মৎস্য বিভাগসহ কোস্ট গার্ড সদস্যরা আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদর উপজেলার তুলাতুলি ও কাচিয়া এলাকার মেঘনা নদীতে অভিযান চালান।
এ সময় মাছ ধরার অপরাধে আবুল, সোহেল, শরীফ, রিয়াজ, রাসেদ, জুয়েল, কাশেম, ফারুক, হাসান, আবদুল হাই ও শরিফকে আটক করেন।
তাদের কাছ থেকে ২টি মাছ ধরা ট্রলার, ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল নদীর তীরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ ছাড়াও জব্দকৃত মাছ গরিবদের মধ্যে বিতরণ করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন জানান, আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদ- দেওয়া হয়েছে।