নীলক্ষেতে বইয়ের দোকানে ভয়াবহ আগুন

রাজধানীর নীলক্ষেতে বইয়ের দোকানে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি। তবে একটি দোকানে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।