
নীলফামারী প্রতিনিধি ॥ ডিবি পুলিশের পরিচয়ে দুই ব্যক্তিকে অপহরণের পর উদ্ধারসহ জড়িত তিনজনকে আটক করেছে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের হাজীপাড়া এলাকার মৃত তছির উদ্দনের স্ত্রী দেলজানের বাড়ি থেকে অপহৃতদের উদ্ধার ও প্রতারক চক্রের এই ৩ সদস্যদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় অপহরণের শিকার একজনের ভাই এবং অপরজনের ভাতিজা মোস্তাকিন আহমেদ বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করেছে।বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের জেলা কারাগারে প্রেরন করেন পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: নীলফামারী সদর উপজেলার রামকলা পশ্চিম কুচিয়ার মোড় এলাকার মৃত. তছির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৪৩), একই এলাকার মৃত. জফুর আলী চৌধুরীর ছেলে নুর হোসেন (৩২) ও দিনাজপুর জেলার খানসামা উপজেলার গোয়ালডিহি এলাকার মৃত. সোলেমান আলীর ছেলে ডাবলু ইসলাম (২৭)।
সুত্রে জানা গেছে, নওগাঁ জেলা সদরের হরিহরপুর গ্রামের বাসিন্দা মৃত, হযরত আলীর ছেলে মোতাহার হোসেন (৩০) তার ছোট ভাই মোস্তাকিন আহমেদ (২৭) চাচা হারুন অর-রশীদ (৪৫)সহ তিনজনই প গড়ের শালবাগানে চা বাগান দেখার জন্য গতকাল বুধবার ট্রেনযোগে সৈয়দপুরে আসলে দুইজন অপহরন হন । সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, ঘটনা শুনে অপহৃতদের উদ্ধার ও ভুয়া পুলিশ সদস্যসহ প্রতারক চক্রকে বিভিণœস্থানে খুজে বুধবার রাতে বোতলাগাড়ী হাজিপাড়া এলাকায় ওই বাড়ির একটি পরিত্যক্ত ঘরে বন্দী করে রাখা অপহৃত মোতাহার হোসেন ও হারুন-অর-রশিদকে উদ্ধার করা হয়। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার
করা।