
আল-আমিন, নীলফামারী : ২০২১-২০২২ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ৩ মার্চ-২০২২ সকালে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের পূর্ব ছাতনাই শহীদ মিনার চত্ত¡রে নদী ভাঙ্গন ৪০টি অসহায় পরিবারের মাঝে ২ বার করে ঢেউটিন ও নগদ অর্থ ৬ হাজার করে টাকা বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে ইউএনও বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ডোমার-ডিমলা) নীলফামারী-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো: আফতাব উদ্দিন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা- মেজবাহুর রহমান, ইউ.পি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল লতিফ খান সহ ইউ.পি সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।