নীলফামারীতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

আল-আমিন, নীলফামারী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নীলফামারীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) দুপুরে জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কার্যালয়ে ৬০জন অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করেন জেলা কমান্ড্যান্ট মোঃ শফিউল আযম। খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল ৩ কেজি চাল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম মুসুর ডাল, ৫০০ গ্রাম পেঁয়াজ ও ১ টি সাবান।

খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, সদর উপজেলা প্রশিক্ষক মোঃ রকিবুল ইসলাম, প্রশিক্ষিকা কল্পনা রানী দাস। সদর উপজেলা প্রশিক্ষক মোঃ রকিবুল ইসলাম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের মহাপরিচালক স্যারের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সদর উপজেলার ৬০ জন অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে আজকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।