নীলফামারীতে আবহাওয়া দিবস উদযাপন

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃঃ বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে সোমবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের আয়োজনে কর্মসুচীতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আ’লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, বিমানবন্দর ব্যবস্থাপক শাহিন আহমেদ ও আবহাওয়া কর্মকর্তা আসাদুজ্জামান বক্তব্য দেন আলোচনা সভায়।
নীলসাগর গ্রুপ, ইউএস বাংলা এয়ারলাইন্স, আলিফ ট্যুর এ্যান্ড ট্রাভেলস, ডডি গ্রুপ বাংলাদেশ ও সুরুচি প্লাস কনফেকশনারী উদযাপন কর্মসুচীতে সহযোগীতা করে।