নীলফামারীতে আলুর দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

আল-আমিন নীলফামারীঃ নীলফামারীতে আলুর দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারি কর্মকর্তা, কোল্ড স্টোরেজ মালিক, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ.এইচ.এম সফিকুজ্জামান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা, সির্ভিল সার্জন ডা. মোঃ হাসিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুর রহমান,  উপ-পরিচালক এনএসআই মোঃ খালিদ হাসান, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  জনাব এস এম আবু বকর সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি এস.এম সফিকুল আলম ডাবলু, প্রেস ক্লাবের সভাপতি তহমিন হক ববী, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-ফারুক পারভেজ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক আল-আমিন সহ নীলফামারী কোল্ড স্টোরেজ মালিকগণ; পাইকারি ব্যবসায়ী বৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ; সুধিবৃন্দ; জেলা প্রশাসন নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।