
আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর সৈয়দপুরে ৪৮৪পিচ ইয়াবা ট্যাবলেট সহ নওশাদ আলম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৩ (র্যাব), সিপিসি-২। সোমবার (৭ মার্চ) বিকেলে নীলফামারী র্যাবের একটি অভিযানিক দল সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বারইশাল পাড়া থেকে তাকে ইয়াবাস সহ গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আফজাল হোসেনের ছেলে। মঙ্গলবার (৮ই মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩’র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
তিনি জানান, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। তার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে সৈয়দপুর থানায় র্যাব বাদী হয়ে মামলা করে মাদকব্যবসায়ী নওশাদকে থানায় হস্তান্তর করা হয়।