নীলফামারীতে একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

আল – আমিন, নীলফামারী: নীলফামারী সদর উপজেলার সিংদই দ্বি-মুখী দাখিল মাদরাসার একাডেমিক ভবনের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারী) সকালে একাডেমিক ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সাংস্কৃতিক মন্ত্রী ও নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহ্মুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু। এতে সভাপতিত্ব করেন সিংদই দ্বি-মুখী দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা হেদায়েত আলী শাহ্ ফকির।

Exif_JPEG_420

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্রনাথ বর্ধন বাপ্পী, ইটাখোলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মহিবুল হাসান চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহানুর প্রমানিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুল ইসলাম, মাদরাসা সুপার ফজলুল করিম, ঠিকাদার শাহ্ আনোয়ার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমূখ।

চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মান কাজ বাস্তবায়ন করে নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।