নীলফামারীতে করোনার বিশেষ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

আল-আমিন, নীলফামারী: নীলফামারীতে ভ্যাকসিন প্রদান কর্মসূচীর উদ্বোধন হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারী) করোনার বিশেষ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নীলফামারী সদর আসনের সংসদ সদস্য সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোখলেছুর রহমান, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করে পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ।
৪টি পৌরসভা, ৬টি উপজেলা ৬০টি ইউনিয়নের শহর-গ্রামাঞ্চলের ২০৭ কেন্দ্রে ৬২ হাজার ১০০ বেশি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জানতে চাইলে নীলফামারীর সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির বলেন, সারা দেশে ১ কোটি টিকাপ্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তার মধ্যে নীলফামারী জেলায় ৬২ হাজার ১০০ জনের বেশী আজ প্রথম ডোজ টিকা দেয়া চলছে। আশা করা হচ্ছে লক্ষ্যমাত্রা পেরিয়ে যাবে। আজ দিনব্যাপী সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকা প্রদান চলবে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলার ১৭ লাখ জনসংখ্যার মধ্যে করোনা টিকা প্রদানের শুরু ৭ ফেব্রুয়ারী ২০২১ থেকে গতকাল শুক্রবার ২৫ ফেব্রুয়ার ২০২২ পর্যন্ত । প্রথম থেকে বুষ্টার ডোজ গ্রহন করেছে ২৩ লাখ ৬০ হাজার ৬৩১ জন। এরমধ্যে প্রথম ডোজ ১৩ লাখ ৪৮ হাজার ৯০ জন, দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৯ লাখ ৭০ হাজার ৪৮ জন ও বুষ্টার ডোজ নিয়েছেন ৪২ হাজার ৪৯৩ জন।