
আল-আমিন,নীলফামারী: নীলফামারীতে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবিদা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৫১ জন। রবিবার বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির বলেন সৈয়দপুর উপজেলা শহরের নতুন বাবুপাড়া এলাকার ইব্রাহিম খানের স্ত্রী আবিদা বেগম (৭০) গত ১ ফের্রুয়ারী রংপুর ডক্টরস ক্লিনিক এন্ড হাসপাতালে ভর্তি হন। সেদিন তিনি সন্দেহজনক করোনা নমুনা রংপুর পিসিআর ল্যাবে প্রদান করেন। উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২ ফের্রুয়ারি তিনি মারা যান। শনিবার রংপুর পিসিআর টেস্টে তাহার করোনা পজেটিভ পাওয়া যায়।
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাসার জানান, মৃত্যু বৃদ্ধার বাড়ির লোকজনকে লগডাউন করে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুম সূত্র মতে, গত ২৪ ঘন্টায় পিসিআর ল্যাব টেস্ট, র্যাপিড এন্টিজেন টেস্ট, জিন-এক্সপার্ট টেস্ট রির্পোটে ১১২ নমুনায় ৫১ জনের করোনা পজেটিভের রির্পোট পাওয়া যায়।