
আল-আমিন,নীলফামারী: নীলফামারী সদর পশ্চিম চাপড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের মাঠে গরু লালন পালন ও গো-খাদ্য খরের স্তুপে মাঠ ভরে রয়েছে। এটি যেনো কলেজ নয়, মনে হয় গরুর খামার। অধ্যক্ষের দায়িত্ব অবহেলাকে দায়ী করছেন স্থানীয় এলাকাবাসি।
করোনা ভাইরাসের কারনে কলেজ বন্ধ থাকায় মনে হয় কলেজটি ভূতড়ে পরিবেশে পরিনত হয়েছে। কলেজ সংলগ্ন স্থানীয় এলাকাবাসি অভিযোগ করে বলেন, কলেজ অধ্যক্ষ আনোয়ার হোসেন একজন দায়িত্বহীন ব্যক্তি। কলেজের মাঠে প্রভাবশালীরা গরুর খামারের মতো করে গরু লালন পালন করছেন ও খরের স্তুপে মাঠ ভরে রেখেছেন তিনি কোনদিনও এগুলোর পদক্ষেপ নেননি।
সোমবার সরেজমিনে কলেজ মাঠে গিয়ে দেখা যায় ক্লাস রুমের সামনে সারি সারি করে গরু বাঁধা রয়েছে। গরুর খাদ্য খর, পাঠদানের সামনে অনেক বড় করে স্তুপ করে রেখেছে। যা দেখে মনে হয় এটি কলেজ নয়, যেনো গরুর খামার। স্থানীয় প্রভাবশালী গরুর মালিক সেকেন্দার আলীর সাথে কথা হলে তিনি বলেন আমি দীর্ঘদিন থেকে কলেজ মাঠে গরু লালন পালন করি ও খরের স্তুপ দিয়ে রাখি। কলেজ অধ্যক্ষ আনোয়ার হোসেন আমাকে অনুমতি দিয়েছেন।
কলেজ সংলগ্ন স্থানীয় প্রত্যক্ষদর্শী সাবেদ আলী, আয়ুব আলী, মোশারফ হোসেন বলেন নামে মাএ কলেজ কিন্তু বাস্তবে এটি গরুর খামারে পরিনত হয়েছে। নিশ্চয় অধ্যক্ষের কোন স্বার্থের কারনে কলেজের মাঠে গরু লালন পালনের অনুমতি দিয়েছেন। আমরা অনেকবার বলেছি কিন্তু বলে কোন লাভ হয়নি। তবে অধ্যক্ষের অবহেলায় আজ কলেজ মাঠের এই দুরঅবস্থা। আমরা কলেজের পরিবেশ যেন ফিরে পাই এটাই আমাদের উর্দ্ধতনের কাছে মুল দাবী।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ আনোয়ার হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান। জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, আমি কলেজের এই দুরঅবস্থার কথা জানি না। আমার শুনে খুব খারাব লাগল। আমি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।