নীলফামারীতে গ্যাসের আগুনে পুড়ে ছাই ২৩ পরিবারের ৪০ ঘর

আল-আমিন, নীলফামারী: গ্যাসের আগুনে পুড়ে ছাই হয়েছে গোটা গ্রাম। রবিবার রাতে নীলফামারী সদর উপজেলার প পুকুর ইউয়িনের জুম্মাপাড়া গ্রামের এ অগ্নিকান্ডে ২৩ পরিবারের প্রায় ৪০টি ঘর ও আসবাবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

এলাকাবাসী জানায়, জনৈক শহীদুল ইসলামের বাড়ির গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুন মহুর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং প্রতিবেশি অন্যান্য ২২টি পরিবারের ৪০টি ঘর, আসবাবাবপত্র ও ধান-চালসহ প্রায় ৪০ লাখ টাকার সম্পদ ভষ্মীভূত হয়। এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারগুলির মাঝে স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের পক্ষ থেকে সুকনা খাবার, কম্বল ও পবিবার প্রতি পাঁচ হাজার করে নগদ টাকা এবং নীলফামারী জেলা পরিষদের পক্ষ্য থেকে চাল-ডাল, তেল, লবন, শাড়ী-লুঙ্গী বিতরণ করা হয়। গতকাল জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন নিজেই এ ত্রাণসামগ্রী বিতরণ করেন।