
আল-আমিন, নীলফামারী: করোনা পরিস্থিতি মোকাবেলায় ‘বঙ্গমাতা অক্সিজেন সেবা’ চালু করেছে নীলফামারী জেলা ছাত্রলীগ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১২ আগষ্ট) বেলা ১১ টার দিকে ওই সেবা চালু করা হয়।
জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে ভার্চ্যুয়ালী কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এ ছাড়াও অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী যুক্ত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ স¤পাদক লেখক ভট্টাচার্যসহ অনেকেই।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ স¤পাদক মমতাজুল হক, সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ স¤পাদক ওয়াদুদ রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার।
অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি জানান, করোনা মহামারিতে মানুষের সেবায় ছাত্রলীগের নানা উদ্যোগের মধ্যে বঙ্গমাতা অক্সিজেন সেবা অন্যতম। করোনা আক্রান্ত রোগীর জন্য বিনামূল্যে এই সেবাটি দেওয়া হবে। জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বুথ স্থাপন করে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ সকল বুথ খোলা থাকবে। অক্সিজেন সেবার জন্য ০১৯২০২০৮৯২৮, ০১৭১৭৭৩৫৪২২ ও ০১৭৮৭৯২৫০২৮ মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে।