
আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর কিশোরগঞ্জ বালু কারবারিদের দৌরাত্ম্য থামছেই না। বালুর ট্রাক পারাপারের জন্য চাড়ালকাটা নদীর বুকে রাস্তা নির্মাণ করেছে। এতে নদীর স্বাভাবিক পানি চলা চলে স্রোতের বিঘ্ন ঘটায় ভাঙনের সৃষ্টি হয়েছে। প্রভাবশালী বালু কারবারি সিন্ডিকেট রাতের আধাঁরে ড্রামট্রাকে করে দেদারছে বালু পাচার করছে। জিয়া নামে এক বালু কারবারি ড্রামট্রাক পারাপারের জন্য ওই নদীতে রাস্তা নির্মাণ করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর।
সরেজমিনে জানা যায়, উপজেলার উত্তর বাহাগিলী ডাঙ্গাপাড়া এলাকায় চাড়ালকাটা নদীর পানি প্রবাহ সষ্কোচিত করে নির্মাণ করা হচ্ছে রাস্তা। এতে ¯্রােতে বিঘœ ঘটায় পানির ধাক্কা বেড়ে যাওয়ায় নদী অববাহিকা তীরের ভাঙনের সৃষ্টি হয়েছে। স্তুপকৃত নিলামের বালু পরিবহণের নামে বালু কারবারিরা ওই নদীর বালু পাচারে বেপরোয়া হয়ে উঠছে। নদীর বিশাল চর ও তীর সংলগ্ন জমিতে ভেকু দিয়ে মাটির জলদেশ পর্যন্ত গর্ত করেছে। বিশেষ করে দিনের আলো ওই এলাকা সুনশান পরিবেশ বিরাজ করলেও রাতে আধাঁরে ভেকু দিয়ে বালু খননের চলে কর্মযজ্ঞ। সিন্ডিকেটের সদস্যরা প্রভাশালী হওয়ায় প্রশাসনকে তোয়াক্কা না করে প্রতিনিয়ত ড্রামট্রাকে করে বালু পাচার করছে। তৌফিকুর রহমান রিপন নামে এক ব্যক্তি ফেসবুক আইডিতে ওই নদীর বুকে নির্মিত রাস্তার ছবিসহ স্ট্যাটাস দেন। তিনি লেখেন, বালুদস্যুরা আইনকে তোয়াক্কা না করে নদীতে রাস্তা নির্মাণ করেছে বহাল তবিয়তে। এতে ৭০ফিট নদীকে করেছে ৭ফিট। শত শত ড্রামট্রাক দিয়ে নদী এলাকার জমি থেকে নিয়ে যাচ্ছে বালু। হয়েছে একাধিক মামলা। এদের মদদদাতা ক্ষমতাবান। আইনের শাসন এখানে জনস্বার্থে প্রয়োগ করা হচ্ছে না কেন।
জানতে চাইলে অভিযুক্ত জিয়াউর রহমান জিয়া নদীতে রাস্তা নির্মাণের বিষয়টি স্বীকার করে বলেন, নিলামে ৩১নং বালুর লট ক্রয় করেছি। নদীর পশ্চিম দিকের অংশের বালু নেওয়া হয়েছে। পূর্ব দিকের বালু পরিবহনের জন্য নদীতে রাস্তা দিয়েছি। তিনি নদীর তীর সংলগ্ন জমিতে গর্ত করে বালু নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে জানান, ৩২নং লটের নিলাম গ্রহীতারা এসব করেছে। নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ করে বেআইনি কাজ করছেন কেন-এমন পশ্নের উত্তরে এর কোনো সদুত্তর দেননি তিনি।