নীলফামারীতে নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ

আল-আমিন, নীলফামারী: নীলফামারী জেলায় চতুর্থ ধাপে অনুষ্ঠিত ডিমলা উপজেলা ও সৈয়দপুর উপজেলার ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ ফেব্রæয়ারী/২২) দুপুরে নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল লতিফ খান, ডিমলা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম সরকার, পশ্চিম ছাতনাই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার সহ সাত ইউনিয়নের চেয়ারম্যানগণ ও সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান লানছু চৌধুরী, বাঙালিপুর ইউনিয়নের ডা. শাহজাদা সরকার সহ ৫ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানগণ শপথ বাক্য পাঠ করেন। এরপর ডোমার ও কিশোরগঞ্জ উপজেলার চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান (আদেল), অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) আব্দুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার সহ অন্যান্য উপজেলার নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡রে স্ব-স্ব চেয়ারম্যানগণকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করতে হাজারো সমর্থকের ভিড় দেখা যায়।