নীলফামারীতে নাবিল পরিবহন-বিজিবি গাড়ির মুখােমুখী সংঘর্ষ ! আহত-১

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের কেয়ার বাজার নামক স্থানে ১লা ফেব্রুয়ারী সকালে ঢাকা থেকে ডিমলার উদ্দেশ্য আসা নাবিল পরিবহন বাসের সাথে  ডিমলা থানা হাট বিজিবি ক্যাম্পের পিকআপ গাড়িটির সংঘর্ষ হয় ।
জানা যায়, পিকআপ গাড়িটি ৫১ ব্যাটলিয়ান বিজিবি রংপুর দরবার হলের উদ্দেশ্যে রওনা হলে কেয়ার বাজার নামক স্থানে নাবিল পরিবহনের সাথে সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এতে বিজিবি ক্যাম্পের পিকআপ গাড়ির ড্রাইভার সিপাহী মােহাম্মদ আরিফ আহত হন। তাৎক্ষনিক ভাবে ড্রাইভারকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানা হয়েছে।
জানতে চাইলে ডিমলা থানার তদন্ত (ওসি) বিশ্বদেব রায় বলেন, দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি বর্তমানে থানা পুলিশ হেফাজতে আছে।