
আল-আমিন, নীলফামারীঃ কোভিড-১৯ মোকাবেলায় নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পরিষদ চত্বরে ১হাজার জনের মাঝে এই সুরক্ষা সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, “করোনা প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন থেকে কাজ করতে হবে। বিশ্বের প্রতিটা দেশের মতোই আমাদের বাংলাদেশও এই করোনা মহামারীর মোকাবেলা করছে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশ প্রতিটি মানুষকেই মাস্ক পরিধান করতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”
তিনি আরো বলেন, “জেলা পরিষদ সব বিপদ-আপদে জেলাবাসীর পাশে আছে এবং আগামীতেও যে কোনো প্রয়োজনে আমরা জনগনের পাশে থাকবো ইনশাল¬াহ।” এসময় জেলা পরিষদ সদস্য ফাতেমা আক্তার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।