
আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের ভবনের ছাদে বঙ্গমাতার নামে ছাদে বাগানের উদ্বোধন করা হয়েছে। রোববার (০৮ আগষ্ট) দুপুরে গণভবন থেকে সারাদেশে একযোগে বঙ্গমাতার জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন শেষে নীলফামারীতে এই বাগানের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, বঙ্গমাতা দুঃস্থ এতিমদের ভালোবাসতেন। তাদের খাওয়াতে অনেক পছন্দ করতেন। আমার এই ছাদ বাগানের যে ফল হবে, এগুলো নীলফামারীর দুঃস্থ এতিমদের দেয়া হবে। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও নীলফামারী মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলার ৪২জন দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, নীলফামারী চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ফরহানুল হক, চেম্বারের সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া ইসলাম রুপালি, সাধারণ সম্পাদক ফরিদা খানম, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল¬বী প্রমূখ।