নীলফামারীতে বাকাসস এর পূর্ণ দিবস কর্মবিরতি

আল-আমিন, নীলফামারী: ‘মুজিববর্ষের অঙ্গিকার দেশ হবে সমতার, একই দেশে দুই নীতি চলবে না’ এই ¯েøাগানকে সামনে রেখে পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বাবিককাকস ও বাকাসস ঘোষিত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) নীলফামারী জেলা শাখার সদস্যরা। বুধবার (০২ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্যানার হাতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করে। এসময় তাদের অধিকার আদায়ে বক্তব্য রাখেন বাকাসস নীলফামারী জেলা শাখার সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বিভাগীয় কমিশনার কার্যালয়, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো বৈষম্য চলবে না। বৈষম্য নিরসনে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ভূমি অফিসে কর্মরত কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নিত করণের জোর দাবি জানাচ্ছি। দাবি না মানলে আমাদের পূর্ণদিবস কর্মবিরতি অব্যাহত থাকবে। বাকাসস কেন্দ্র থেকে আমাদের যে কর্মসূচি দিবে আমরা সেটি পালন করবো। আগামী ৩,৬,৮ হতে ১০, ১৩ , ১৬ ও ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত আমাদের এই পূর্ণদিবস কর্মবিরতি চলবে।’

এসময় উপস্থিত ছিলেন বাকাসস নীলফামারী জেলা শাখার সহ-সভাপতি আনোয়ারুল হক মিন্টু, আশরাফ আলী শাহ্ ফকির, যুগ্ম-সাধারণ সম্পাদক খালেকুজ্জামান সহ অন্যান্য সদস্যরা।