নীলফামারীতে বিএডিসি’র বীজ ডিলারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আল-আমিন, নীলফামারী: নীলফামারীর ডোমারে বিএডিসি’র বীজ ডিলারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারে মানসম্পন্ন বীজআলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের আওতায় উচ্চ ফলনশীল, রপ্তানিযোগ্য নতুন জাতের আলুর সম্প্রসারণ এবং বীজআলু ও রপ্তানি আলু উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও রপ্তানি কলাকৌশল” শীর্ষক বীজ ডিলার প্রশিক্ষণে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি’র অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ।
বিএডিসি’র অতিরিক্ত মহা ব্যবস্থাপক (সিডিপি ক্রপস) রাজেন আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএডিসি’র সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা) আমিরুল ইসলাম, সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মোস্তাফিজুর রহমান, বিএডিসি সচিব আশরাফুজ্জামান, মহাব্যবস্থাপক প্রদীপ চন্দ্র দে। বক্তব্য রাখেন, অতিরিক্ত মহা ব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক রেজাউল করিম, ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব, প্রকল্প পরিচালক আবির হোসেন।
এর আগে তিনি টিস্যু কালচার ল্যাবরেটরী, বীজআলু প্রদর্শনী প্লট এবং বীজআলুর মাঠ পরিদর্শন করেন। মতবিনিময় সভায় সারা দেশের ৫০জন ডিলার অংশ নেন।