
মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি ॥‘প্রাণের স্পন্দনে প্রকৃতির বন্ধনে’ এই প্রতিপাদ্যে সোমবার নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসক খালেদ রহীম অফিস চত্বরে ১টি গাছের চারা লাগিয়ে এর শুভ সুচনা করেন। পড়ে জেলা প্রশাসক চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ১টি করে ফলজ ও বণজ গাছের চারা বিতরণের মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় গাছ লাগান পরিবেশ বাচানসহ বিভিন্ন শ্লোগানে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। উক্ত র্যালীতে অংশগ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এ,জে,এম এরশাদ আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহম্মদ আতিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনসহ অনেকেই।
মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি ॥
প্রাণের বন্ধনে, প্রকৃতির স্পন্দনে এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ৫ জুন সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের উদ্দ্যোগে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর গ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।পরে সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মুহাম্মদ মুসা জঙ্গি। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন খাতামধুপুর ইউনিয়নের চেয়্যারম্যান জুয়েল চৌধুরী, খাতামধুপুর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন সরকার, সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের সৈয়দপুর শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব, সৈয়দপুর প্রেসক্লাবের সহ সভাপতি মো. আমিরুজ্জামান, সৈয়দপুর প্রেসক্লাবের কার্যকরী সদস্য এম আর আলম ঝন্টু, ডেইলি অবজারভার নীলফামালী জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ সাবের, সেতুবন্ধনের উপদেষ্টা রইজ উদ্দিন রকি, সদস্য আবু জাহিদ পলাশ, আমানত শাহ প্রমুখ।
অনুষ্ঠানটি স ালনা করেন সেতুবন্ধনের কার্যকরী সদস্য মাসুদ রানা।এসময় আগত অতিথিবৃন্দ সংগঠনটির পক্ষ থেকে ২ শতাধিক চারাগাছ গ্রামবাসীর মাঝে বিতরণ করেন।উল্লেখ্য, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসাধারনের মাঝে সচেতনতা সৃষ্ঠিতে ১৯৭২ সাল হতে প্রতিবছর ০৫ জুন সারাবিশ্বে পরিবেশ দিবস পালিত হয়ে আসছে।