
আল-আমিন,নীলফামারীঃ কু-প্রস্তাবে রাজি না হওয়ায় পরিকল্পিত ভাবে ইউপি কার্যালয়ে সভা চলাকালীন সময় গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের পরপর তিনবার নির্বাচিত সংরক্ষিত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বিলকিছ বানুকে লাঞ্ছিত করার ঘটনায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য বিলকিছ বানুকে মোবাইল ফোনে হরহামেশাই বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিয়ে আসত একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মশিউর রহমান। বিলকিছ বানু অভিযোগ করে বলেন, এ নিয়ে দীর্ঘ দিন থেকে তার সাথে বৈরিতার এক পর্যায়ে গত ১৭ই ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদের সভা চলাকালীন সময় মশিউর রহমান সম্পূর্ণ পরিকল্পিত ভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে আগে থেকেই অপেক্ষমান তার দলবল ও লাঠিসোটা নিয়ে ইউনিয়ন পরিষদে আমার উপর হামলা চালিয়ে শারীরিক ভাবে লাঞ্ছিত করে বিবস্ত্র করে ফেলে। এসময় ইউনিয়ন পরিষদ ভবনের জানালা দরজা ভাংচুর করা হয়।
লাঠিসোটা নিয়ে গোটা ইউনিয় পরিষদ ভবনে রামরাজত্য কায়েম করে মশিউর রহমানের লোকজন। এ ঘটনায় চরম উত্তেজনার সৃষ্টি হলেও স্থানীয় ভাবে বিষয়টি মিটমাটের চেষ্টা ব্যর্থ ওয়ায় ২২ফেব্রæয়ারি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ২২ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন লা নার শিকার ওই প্যানেল চেয়ারম্যান। এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, ইউপি সদস্য মশিউর রহমান দীর্ঘ দিন থেকেই এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত।
মহিলা প্যানেল চেয়ারম্যান বিলকিছ বানুকে লাঞ্ছিত করার বিষয়ে জানতে চাইলে নীলফামারী সদর নীলফামারী নিবার্হী কর্মকর্তা জেসমিন নাহার বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।