
আল-আমিন, নীলফামারী: নীলফামারীতে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস (২০২৪) উদযাপন উপলক্ষে মানববন্ধন, র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো: ফারুক-আল-মাসুদ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল মো: মোস্তফা মঞ্জুর পিপিএম সেবা, জেলা সির্ভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান, নীলফামারী মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক(ভারপ্রাপ্ত) মোহাম্মদ শরীফ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।আলোচনা সভা শেষে ছাত্র -ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।