নীলফামারীতে মেয়র কাপ ডিএসএ ক্রিকেট লীগ উদ্বোধন 

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের পৃষ্টপােষকতায় “মেয়র কাপ ডিএসএ ক্রিকেট লীগ” আগামীকাল মঙ্গলবার থেকে নীলফামারী শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে।
এ উপলক্ষে  সোমবার স্থানীয় টাউন ক্লাব থেকে একটি আনন্দ র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে খেলার আনুষ্ঠানিক উদ্বােধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাহারুল ইসলাম। এসময় পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আরিফ হাসেন মুন, যুগ্ম সাধারন সম্পাদক তরিকুল ইসলাম গােলাপসহ অনেকেই উপস্থিত ছিলেন। খেলায় জেলার ৮টি দল অংশ নিবে বলে জানা গেছে।