
আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে সম্পত্তি নিয়ে বিরোধের রেশ ধরে গভীর রাতে মোটরছাইকেলের গতিরোধ করে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বিত্তরা। ঘটনাটি গত শনিবার (২৯ জানুয়ারী/২২) রাত ৯ টা ৩০ মিনিটে ইউনিয়নের ফুলতলা বাজারের হাফ কিলোমিটার দুরে পশ্চিম পার্শে একটি পুলের উপর ফাঁকা জায়গায় ঘটে। গুরুতর আহত অবস্থায় তিন দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে জীবন রক্ষা সহ সম্পত্তি উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের উপর্যুক্ত শাস্তি কামনায় নীলফামারী সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন মোঃ শফিকুল ইসলাম নুরী (৫১)। তিনি নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব গুড়গুড়ী বেগপাড়া এলাকার মৃত ইয়াকুব নুরীর ছেলে।
লিখিত এজাহারে আরও জানা যায়, জমিজমার বিরোধের রেশ সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে এলাকার মৃতঃ ইছাহাক নুরীর ছেলে ১। মোঃ আব্দুল কুদ্দুস নুরী (৫৬) ২। ইলিয়াস নুরী (৬৪) ৩। মোঃ ফেরদৌস নুরী (৫১) ৪। মোঃ নুরল ইসলাম, পিতাঃ মৃত ইয়াকুব নুরী। ৫। সুফিয়া বেগম (৩৫) ,স্বামী- মোঃ নুরুল ইসলাম নুরী ৬। মোঃ হান্নান নুরী(৩০), পিতা- মৃত ইছাহাক নুরী ৭। মোছাঃ রাফেয়া বেগম (৪০), স্বামী- মোঃ আব্দুল কুদ্দুস নুরী,৮। রেজাউল নুরী (৪৫), পিতা- মৃতঃ ইয়াকুব নুরী। জমি সংক্রান্ত বিষয় নিয়ে তারা সকলে আমাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকী প্রদান করেন।
এই অবস্থায় গত শনিবার (২৯ জানুয়ারী/২২) রাত ৯ টা ৩০ মিনিটে ইউনিয়নের ফুলতলা বাজারের হাফ কিলোমিটার দুর পশ্চিম পার্শে একটি পুলের উপর ফাঁকা জায়গায় সকলে দলবদ্ধ হয়ে আমাকে আমার মোটরসাইকেলের গতিরোধ করে মোঃ আব্দুল কুদ্দুসের হুকুমে এলোপাথারী ডাং মার শুরু করে। আমার চিৎকারে এলাকার আবু সাঈদ জুঁই সহ আরো বেশ কয়েকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গত ৩১/০১/২২ তারিখে আমি সুস্থ হয়ে আইনের আশ্রয় নিতে চাইলে তারা ফুলতলা বাজারে আমাকে হত্যা করা উদ্দ্যেশে মাথায় আঘাত করে ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ের চরুর উপরে গুরুতর জখম করে এবং আমার পকেটে থাকা ৫০ হাজার টাকা লুট করে। তারপর পুনরায় হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী। তাই আমার জীবনের নিরাপত্তা সহ সকল দিক বিবেচনা করে তাদের উপর্যুক্ত শাস্তি কামনা করছি।
জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউপ বলেন, এজাহার পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।