
আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ট থানা নির্বাচিত হলো জলঢাকা থানা। মাসিক কল্যান সভা শেষে আগস্ট/২০২৩ মাসের কর্ম মূল্যায়নে বিভিন্ন বিষয়ে পুরস্কার প্রাপ্তদের হাতে জেলা পুলিশ সুপার পুরস্কার তুলে দেন।
বুধবার (২০ সেপ্টেম্বর ) নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা।
কল্যাণ সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ সুপার মহোদয় পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
মাসিক কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল,জনাব মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল)মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম সেবা, সহকারী পুলিশ সুপার, ডোমার সার্কেল আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ)জয়ন্ত কুমার সেন, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল ডাঃ সজীব কুমার বর্মন, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশ, নীলফামারীর বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্য ও সিভিল স্টাফ।
পুরস্কার প্রাপ্তরা হলেনঃ শ্রেষ্ঠ থানাঃ মোঃ মুক্তারুল আলম, অফিসার ইনচার্জ, জলঢাকা থানা, নীলফামারী। শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারঃ সুভাষ চন্দ্র রায়, এসআই (নিঃ) নীলফামারী থানা, নীলফামারী। শ্রেষ্ঠ ট্রাফিকঃ আব্দুল খালেক, সৈয়দপুর ট্রাফিক, নীলফামারী।শ্রেষ্ঠ এএসআইঃ মোঃ মামুনুর রশিদ, এএসআই (নিঃ) জলঢাকা থানা, নীলফামারী। শ্রেষ্ঠ বিট অফিসারঃ জনাব উৎপল চন্দ্র রায়, এসআই (নিরস্ত্র) কিশোরগঞ্জ থানা, নীলফামারী।
বিশেষ পুরস্কারঃ নিত্যানন্দ রায়, এসআই (নিরস্ত্র) জলঢাকা থানা, নীলফামারী ও মোঃ রেজানুর রহমান, এসআই (নিরস্ত্র), ডিবি নীলফামারী।