নীলফামারীতে সাদা ভুট্টার মাঠ দিবস

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি: ‘কৃষক পর্যায়ে সাদা ভুট্টার উৎপাদন প্রযুক্তি এবং খাদ্যের উপর’ মাঠ দিবস বৃহস্পতিবার বিকেলে(১৮মে) নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সরকারের মোড়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গম গবেষণা কেন্দ্র বিএআরআই দিনাজপুরের পরিচালক ড. নরেশ চন্দ্র দেব বর্মা।
ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জুর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস ও সদর উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলাম বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গম গবেষনা কেন্দ্র দিনাজপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশে মানুষের খাবার উপযোগী সাদা ভুট্টা সংগ্রহ, মুল্যায়ন ও পরিচিতি করণ প্রকল্পের প্রধান গবেষক ড. আবু জামান সরকার।
অন্যান্যের মধ্যে ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিন ফেরদৌস, কৃষক রজব আলী বক্তব্য দেন। পরে নুতন জাতের সাদা ভুট্টা প্রদর্শনী প্লটের ফসল কর্তন করেন অতিথিরা।
গম গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশরাফুল আলম বলেন, নীলফামারী সদর ও ডোমার উপজেলায় ১৪জন কৃষক ১৪বিঘা জমিতে সাদা ভুট্টা আবাদ করেছেন। বিঘা প্রতি ২৬মন পর্যন্ত ভুট্টা উৎপাদন হয়