নীলফামারীতে স্বেচ্ছাসেবকলীগের শীতবস্ত্র বিতরণ

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন স্বেচ্ছাসেবকলীগ।
নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে পাঁচশ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন,’আওয়ামী লীগ গণমানুষের কল্যাণে রাজনীতি করে। সর্বদাই মানুষের কল্যাণে নিয়োজিত। উত্তরাঞ্চলের মানুষ শীতে কষ্ট পাচ্ছেন। কষ্টের কথা ভেবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উপহার হিসেবে কম্বল পাঠিয়েছেন। যা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিতরণ করা হচ্ছে।’
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল বলেন, শীতার্ত পাঁচশ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরন করা হয়েছে।