
আল – আমিন, নীলফামারী: ১০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ব্রীজের দাবীতে এলাকাবাসি ফুঁসে উঠেছে, ওই এলাকার পথচারীদের দাবী কবে হবে বাঁশের সাঁকো পাল্টিয়ে, ব্রীজ নির্মান। ব্রীজ নির্মান হলে পাল্টে যাবে ১০ গ্রামের মানুষের জীবন মান। নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের বসুনিয়ার ডাঙ্গা গ্রামের বুড়িখরা নদীর ওপরে বাঁশের সাঁকোটি। নীলফামারী জেলা শহড় ও উপজেলা শহড় জলঢাকা যাওয়ার ১০ গ্রামের মানুষের একমাএ ভরসা এই বাঁশের সাঁকোটি।
সরেজমিনে গিয়ে দেখা যায়,বাঁশের সাঁকোটি দিয়ে পার হয়ে প্রতিদিন নীলফামারী জেলা শহর,ডোমার উপজেলা শহড় ও বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল,কলেজ,মাদ্রাসায়যাতায়াত করেন হাজার হাজার শিক্ষার্থী লক্ষীচাপ,কাচারী,শিশাতলী,জংলীপাড়া,দুবাছুরি,বল্লমপাঠ,কচুয়া,দাঁড়িহারা,ডিয়াবাড়ী,,শিমুলবাড়ী,গ্রামের প্রায় ৩২ হাজার মানুষ অনেক কষ্ট করে ওই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করছেন।সাঁকোর রাস্তাটি লক্ষীচাপ ইউনিয়ন থেকে জেলার বিভিন্ন বড় বড় সড়কের সাথে সংযোগ হয়েছে। অনেক সময় ব্যবসায়ীদের ভারী মালামাল পারাপারের জন্য বাঁশের সাঁকোটি মরণ ফাঁদ হয়ে দাঁড়ায়। সাঁকো ভেঙ্গে মাঝেমধ্যে অনেক লোকজন নদীতে পড়ে গিয়ে আহত হন। তার পরেও দুরদুরান্ত থেকে আসা এবং ওই এলাকার মানুষ অনেক কষ্টে চলাফেরা করছে।
একটি ব্রীজের জন্য জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও কোন প্রতিকার পায়নি স্থানীয়রা। ওই এলাকার কাঁচারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কমর উদ্দিন বলেন,অনেক কষ্ট করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঁকোর উপড় দিয়ে পারাপার হন,মাঝে মধ্যে দুর্ঘটনার স্বীকার হয়ে থাকেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অমিলা রাণী,সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হিমেল রায়, পথচারী ধনঞ্জয় রায় ও ইট ব্যবসায়ী দ্বিলীপ বাবু জানান,প্রয়োজনের তাগিদে আমরা এই সাঁকোর ওপর দিয়ে অনেক ঝুঁকি নিয়ে চলাচল করি। আমরা অনেক সময় বড় ধরনের দুর্ঘটনায় পরি,তাই আমাদের দাবী বাঁশের সাঁকোর পরিবর্তে ব্রীজ নির্মানের।
লক্ষীচাপ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, ইউনিয়নের এই সাঁকোটি মানুষের জন্য একটি মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এই সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে হাজার হাজার লোক যাতায়াত করেন। ব্রীজ হলে হাজার হাজার মানুষের যাতায়াতের সুবিধার পাশাপাশি ১০ গ্রামের মানুষের অবস্থার উন্নতি হবে। ব্রীজ নির্মানের বিষয়ে আমি এলজিইডি অফিসে কয়েকবার কথা বলেছি।
জানতে চাইলে নীলফামারী জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর বলেন,বাঁশের সাঁকোটি ১০ গ্রামের মানুষের যাতায়াতের জন্য অনেক কষ্ট হয়েছে। সাঁকোটি সম্পর্কে আমার জানা আছে,সেখানে ব্রীজের জরুরী প্রয়োজন, আমরা ব্রীজটির জন্য চেষ্টা চালাচ্ছি।