নীলফামারীতে ১৫০জন নারী পেলেন বিউটিশিয়ান প্রশিক্ষণ

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর সৈয়দপুরের আদিবা কনভেনশন হলে ১৫০জন নারীকে বিনামূল্যে বিউটিশিয়ান প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চার দিন ব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালা শনিবার (৪ জুন) দুপুরে শেষ হয়। প্রশিক্ষণের আয়োজন করে বেস্ট বিউটি এক্সপার্ট সৈয়দপুর জোন। সমাপনী দিবসে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
বেস্ট বিউটি এক্সপার্ট সৈয়দপুর জোনের কর্ণধার অনিতা শেখ জানান, দেশের আনাচে-কানাচে অসংখ্য বিউটি পারলার গড়ে উঠেছে। সৌন্দর্য্য সচেতন নারীদের অপরুপা সাজাতে তাঁদের জুড়ি নেই। কিন্তু বেশিরভাগ পারলার কর্মীর নেই কোন কারিগরি দক্ষতা। তাঁদের দক্ষতা উন্নয়নে আমরা কাজ করছি। এভাবে দেশের ৬৪টি জেলায় নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় সৈয়দপুর জোনও ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ঢাকাস্থ বেস্ট বিউটি এক্সপার্টের চেয়ারম্যান ও হোয়াট বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা তূর্য নাসির সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন। চারদিন ব্যাপী প্রশিক্ষণটি পরিচালনা করেন মুল সমন্বয়ক হৃদয় সরকার, প্রশিক্ষক তানিয়া আকতার জুলি প্রমুখ। এর আগে গত ১ জুন ওই কনভেনশন হলে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন।