
দেশে চলতি কৃষি মৌসুমে কৃষকদের জন্য সরকার ইউরিয়া সার বাজার মূল্য নির্ধারণ করেছে ৮শত টাকা বিক্রি করছে ১ হাজার টাকা এবং পটাশ সার নির্ধারণ করেছে ৭শত ৫০ টাকা বিক্রি করছে ৯ শত টাকা।
উপজেলার শুটিবাড়ী হাটবাজারে অবস্থিত সীমা ট্রেডার্স এর ম্যানেজার আব্দুল বাছেদ সরকারের বেধে দেওয়া মূল্যে সার বিক্রি না করে বেশি দামে বিক্রি করছে বলে এমন গোপন সংবাদ জানতে পারলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভ্রম্যমান আদালত পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদেরকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় নগদ অর্থ ডিলার আব্দুল বাছেদকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে একই বাজারে খুচরা বিক্রেতা কৃষকদের কাছে সারের মূল্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য নেওয়ায় আবু হোসেন ১ হাজার, সেকেন্দার আলী ৩ হাজার ও আমির আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী। উপসহকারী কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র রায়, পেশকার রোকনুজ্জামান রোকন প্রমুখ।