নীলফামারী পালিত হলো জাতীয় ভোটার দিবস-২০২২

আল-আমিন, নীলফামারী: ‘মুজিব বর্ষের অঙ্গিকার রক্ষা করব ভোটাধিকার’ এই শ্লোগান নিয়ে নীলফামারীতে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস-২০২২। বুধবার (০২ মার্চ) সকালে জেলা নির্বাচন অফিসের আয়োজনে বেলুন উড়িয়ে দিবসটির দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

এর পর জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, বিশেষ অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম মুক্তারুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান সহ আরো অনেকে। আলোচনা সভায় স ালকের দায়িত্ব পালন করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ্জামান।

আলোচনা সভা শেষে জেলা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দিনব্যাপী ভোটাদের সেবা প্রদান করা হয়। অনুরুপ কর্মসূচির মধ্য দিয়ে জেলার অন্যান্য উপজেলায় জাতীয় ভোটর দিবস পালন করছে উপজেলা নির্বাচন অফিস।