
মহিনুল ইসলাম সুজন,ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ প গড় জেলা সদরের ভিতরগড় এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর সদস্যরা অভিযান চালিয়ে ১১ লাখ টাকার জাল নোটসহ আশরাফুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে। আটক আশরাফুল ইসলাম জেলার পুকুরীডাঙ্গা এলাকার আব্দুল মজিদের ছেলে।
বৃহস্পতিবার (১১ মে) বিকালে নীলফামারী র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ মে) দুপুরে প গড় জেলা সদরের ভিতরগড় পুকুরীডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময়ে ১১ লাখ জাল টাকা ও জাল টাকা তৈরীর বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করাও হয়। প্রেস ব্রিফিং এ র্যাব-১৩ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।