নীলফামারী র‌্যাব-১৩ এর হাতে দেশীয় রিভালবার ও গুলিসহ আটক ১

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ দেশীয় রিভালবার ও তিন রাউন্ড গুলিসহ রবিউল ইসলাম (৪০) নামের এক ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা।
আটককৃত রবিউল লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে বলে জানান র‌্যাব-১৩ এর অধীনস্থ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের কমান্ডার মেজর খুরশীদ আনোয়ার।
মেজর খুরশীদ আনোয়ার বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদ পেয়ে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার সানিয়াজান বাজার থেকে তাকে আটক করা হয়। রবিউল র্দীঘ দিন থেকে চোরই পথে অবৈধ অস্ত্র নিয়ে এসে লালমনিরহাটসহ আশেপাশের জেলায় অস্ত্র সরবরাহ করে আসছিল। আটককৃত রবিউলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর হাতিবান্ধা থানায় প্রেরণ করা হয়েছে।