নেইমার নন, সাম্বা গোল্ড কুতিনহোর

ক্রীড়া ডেস্ক : ইউরোপে খেলা ব্রাজিলিয়ান কোনো ফুটবলার হিসেবে সেরাটা জানতে চাইলে অনেকেই হয়তো নেইমারের নামই বলতে চাইবেন। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ২৩ বছর বয়সি সেলেসাও এ তারকা।

২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় নিয়েছিলেন নেইমার। তবে পরের বারই বার্সা শিবিরের দুই তারকা লিওনলে মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে মিলে কাতালান ক্লাবটিকে জেতান পাঁচটি শিরোপা। এরপরের বারও দারুণ ছন্দে ব্রাজিলিয়ান তারকা। ফলে শেষ দুইবার ইউরোপে খেলা ব্রাজিলিয়ান সেরা খেলোয়াড়ের পুরস্কার সাম্বা গোল্ড ট্রফি জেতেন নেইমার।

তবে ২০১৬ সালের শেষের দিকটায় কিছুটা অনুজ্জ্বল থাকায় এ পুরস্কার থেকে বঞ্চিত হয়েছেন নেইমার। এবার এ পুরস্কারের জন্য সেরা নির্বাচিত হয়েছেন ইংলিশ লিগের ক্লাব লিভারপুলের ফুটবলার ফিলিপ কুতিনহো।

সাম্বা গোল্ড পুরস্কারের জন্য সেরা হওয়ার দৌড়ে লিভারপুলের মিডফিল্ডার পেয়েছেন ৩২.১৩ শতাংশ ভোট, নেইমার ২৭.৮৮ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা রিয়াল মাদ্রিদ ফুটবলার কাসেমিরো ১৩.৩৫ শতাংশ ভোট পেয়েছেন।