নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতাকে খুশি করে লাভ নেই, জনগণকে খুশি করুন। কারণ, জনগণই নেতা নির্বাচিত করেন।
সোমবার সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) চত্ত্বরে মেয়র মরহুম মোহাম্মদ হানিফের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের সাথে ভাল আচরণ করুন। জনগণের সাথে ভাল আচরণ করলে বার বার জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবেন। ঢাকার প্রথম মেয়র মরহুম মোহাম্মদ হানিফ এ শিক্ষা দিয়েছেন।’
তিনি বলেন, ‘জনগণের ভাষা বুঝেছিলেন মেয়র হানিফ। এ কারণে দলমত নির্বিশেষে সবাই তাকে ভালবাসতেন। মেয়র হানিফ অহংকারি ছিলেন না, সবাইকে কাছে টেনে নিতেন। একারণে সবাই তাকে ভালবাসতেন। তিনি সন্ত্রাসীদের ঘৃণা করতেন, এ কারণে দলে কোন সন্ত্রাসীর স্থান ছিল না।’
তিনি আরো বলেন, ‘ঢাকার দুই মেয়র ভাল কাজ করছেন তাই ভাল কাজে বাধা দেবেন না। মেয়রদের ভাল কাজে বাধা দিলে সরকারের ক্ষতি হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর বাকি। নির্বাচনের আগে বিভিন্ন কমিটি হচ্ছে। কমিটি করুন ভাল কথা কিন্তু পকেট কমিটি করবেন না। পকেট কমিটির খেসারত দলকে দিতে হবে। সৎ ও যোগ্য লোকদেরকে দলের নেতৃত্বে আনুন। সৎ নেতৃত্ব আগামি সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে কাজ করছি। সবার সহযোগিতা চাচ্ছি।’
ওবায়দুল কাদের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘মেয়র হানিফ বঙ্গবন্ধুকে অনুসরণ করতেন। আপনারা সবাই বঙ্গবন্ধুকে অনুসরণ করুন। দলের ভেতর কোন ধরনের কোন্দল বরদাশত করা হবে না।’ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বেলাল, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।